আফগানিস্তানের তিনটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ২৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। শনিবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।
প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের সরারোড জেলায় চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় তালেবান জঙ্গি নিহত হয়।
এতে আরো বলা হয়, অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রকেট চালিত একটি গ্রেনেড ও পাঁচটি বন্দুক উদ্ধার করে। সেখানে এ অভিযানে কোন বেসামরিক নাগরিক হতাহত হয়নি।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের শিরিন তাগেব জেলায় আফগান সেনাবাহিনীর গোলাবর্ষণে মোট ১৩ জঙ্গি নিহত ও সাতজন আহত হয়েছে।
ওই বিবৃতিতে আরো বলা হয়, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের পুস্তরোড জেলায় শুক্রবার আফগান বাহিনীর বিমান হামলায় ছয় জঙ্গি নিহত হয়।
তবে এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।