আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে তালেবানের সঙ্গে সংঘর্ষে সরকারপন্থী তিন স্থানীয় মিলিশিয়া নিহত ও অপর দু’জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় পুলিশ একথা জানিয়েছে।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র সানাউল্লাহ্ রুহানি বলেন, দারাইম জেলার কেশু এলাকায় এই ঘটনা ঘটে। সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর এই সদস্যরা পার্শ্ববর্তী তাসকান জেলা ঘুরতে গেলে তাদের ওপর আকস্মিক হামলা চালানো হয়। উভয়পক্ষের বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজকের বাজার/একেএ/