ঘরের মাঠে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে চান না বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং পরে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের জন্য যাতে তামিমকে বিবেচনা করা না হয় সে জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ জানিয়েছেন।
আফগানিস্তান ঢাকা আসবে ৩১ আগস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের সাথে বাংলাদেশের টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ৫ সেপ্টেম্বর।
পরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এ টুর্নামেন্টে টাইগাররা কমপক্ষে চারটি ম্যাচ পাবে।
বিশ্বকাপ থেকে সময় ভালো যাচ্ছে না তামিম ইকবালের। ইংল্যান্ড ও ওয়েলসে প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। পরে শ্রীলঙ্কাতে তিন ম্যাচ ওডিআই সিরিজেও নিষ্প্রভ ছিলেন অধিনায়কত্ব করা এ ওপেনার।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে জানান, তামিম বিসিবিকে চিঠি নিয়ে অনুরোধ জানিয়েছে যাতে তাকে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিরুদ্ধে বিবেচনা করা না হয়।
তবে, এ বিষয়ে বিসিবিতে এখনো সিদ্ধান্ত হয়নি। ঈদুল আজহার ছুটির পর সিদ্ধান্ত নেয়া হবে বলে উল্লেখ করেন আকরাম।
আজকের বাজার/লুৎফর রহমান