আফগানিস্থানের কাবুলে সন্ত্রান্ত্রীরা একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত ১ ভারতীয়সহ ৩ বিদেশি নাগরিককে অপহরণের পর হত্যা করেছে। খবর এনডিটিভির।
এ ঘটনায় কাবুলে থাকা অন্য প্রবাসীরাও আতঙ্কিত হয়ে পড়েছেন।
নিহতদের মধ্যে অন্য ২ জন হলেন মালয়েশিয়া ও মেসিডোনিয়ার নাগরিক।
পুলিশ জানায় নিহতরা সবাই বিশ্ব বিখ্যাত খাদ্য কোম্পানি সোডেস্কোয় কর্মরত ছিলেন।
কাবুলের পাল-ই-চারখিতে ৩ জন সন্ত্রাসী তাদের অপহরণ করেছিল। পরে কাবুল প্রদেশের মুসাহি জেলায় তাদের মরদেহ পাওয়া যায়।
সাম্প্রতিক সময়ে অপহরণ বেড়ে গেছে কাবুলে। বিশেষত বিদেশি নাগরিকদের অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়।
আজকের বাজার/একেএ