যুদ্ধবিরতি ও সংঘাত হ্রাসের পদক্ষেপ গ্রহণে কাতার শনিবার তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে। এ গ্রুপের জঙ্গিরা একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে আফগানিস্তানের ক্ষমতা হস্তগত করার চূড়ান্ত পর্যায়ে চলে আসার প্রেক্ষাপটে এমন আহ্বান জানানো হলো। খবর এএফপি। দোহা কয়েক মাস ধরে তালেবান ও আফগান সরকারের মধ্যে অন অ্যান্ড অফ লাইন বৈঠকের আয়োজন করে আসছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘তাদের মধ্যে আলোচনা চলাকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অস্ত্রবিরতির পদক্ষেপ গ্রহণ ও সংঘাত হ্রাসে তালেবানের প্রতি আহ্বান জানান। এ ধরনের পদক্ষেপ নেয়া হলে তা সার্বিক রাজনৈকিত সমাধানে পৌঁছানোর প্রচেষ্টা গতিশীল করতে অবদান রাখবে। আফগান সংকটের এই রাজনৈতিক সমাধান দেশটির সরকার ও জনগণের জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যতের নিশ্চয়তা দেবে।’
আফগানিস্তানব্যাপী তালেবান জঙ্গিদের ব্যাপক অগ্রযাত্রা থামাতে এটি হচ্ছে কাতারের পক্ষ থেকে এ পর্যন্ত জানানো সবচেয়ে সুস্পষ্ট আহ্বান। দেশটিতে তালেবানের রাজনৈতিক দপ্তর রয়েছে। কাতারের মন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুলরাহমান আল-থানি ও তালেবানের রাজনৈতিক দপ্তরের প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদারের মধ্যে দোহায় বৈঠকের পর এ আহ্বান জানানো হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান