আফগান গৃহযুদ্ধ ‘দীর্ঘায়িত’ হতে পারে : সাবেক মার্কিন দূত

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার প্রায় পুরোপুরি শেষ করার মধ্যেই তালেবানরা যেভাবে তাদের দখলদারিত্ব কায়েম করে চলেছে তাতে দেশটিতে গৃহযুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাবুলে দায়িত্ব পালন করা ওয়াশিংটনের সাবেক রাষ্ট্রদূত রোববার এমন কথা বলেন। খবর এএফপি’র।
জঙ্গিরা ব্যাপক লড়াই করে শুক্রবার থেকে এ পর্যন্ত পাঁচটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। ১১ সেপ্টেম্বর ভয়াবহ হামলার ২০ তম বার্ষিকীর প্রায় এক মাস আগে তারা এসব রাজধানীর দখল নিল। আর ১১ সেপ্টেম্বরের ওই হামলাকে কেন্দ্র করেই আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আগ্রাসন শুরু করে।
আফগানিস্তানে দায়িত্ব পালন করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রিয়ান ক্রোকার এবিসি’র ‘দিস উইক’কে’ বলেন, ‘তালেবানরা যত দ্রুত পুরো দেশ দখল করে নিচ্ছে তাতে বরং দেশটিতে গৃহযুদ্ধ দীর্ঘায়িত হতে পারে বলে জোর আশংকা করা হচ্ছে। তারা এক্ষেত্রে অনেক সাহসিকতার সাথে এগিয়ে যাচ্ছে। অবশ্য তারা এখন পর্যন্ত কাবুলে ব্যাপক হামলা শুরু করেনি।’
তালেবানের কথা উল্লেখ করে ক্রোকার আরো বলেন, ‘তারা যা করছে তা তারা শংকা ও আতংকের পরিবেশ সৃষ্টির জন্যই করছে। এক্ষেত্রে তারা চমৎকারভাবে সফলও হচ্ছে।’
এ মাসের শেষ নাগাদ বিদেশি বাহিনী প্রত্যাহার শেষ করার কথা রয়েছে। ক্রোকার বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সৈন্য ফেরত পাঠাবে এমন কোন সম্ভাবনা আপাতত: দেখা যাচ্ছে না।
এ কূটনীতিক বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেন এটা স্পষ্ট করেছেন। আমরা আফগানিস্তান থেকে চলে যাচ্ছি।’ ‘তিনি সৈন্য ফিরিয়ে নেয়ার দায়িত্ব নিজের কাধে তুলে নেয়ার কথা স্বীকার করেছেন। আর এ জন্য ইতোমধ্যে তার নেতৃত্বের ওপর অমোচনীয় দাগ পড়েছে।’