আফগানিস্তানের আসন্ন মানবিক সংকট মোকাবেলায় পাকিস্তান আগামী মাসে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন(ওআইসি)’র পররাষ্ট্র মন্ত্রীদের শীর্ষ সম্মেলনের আয়োজনের প্রস্তাব করেছে।
পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কোরেইশি এ কথা জানান।
জাতিসংঘ বারবার সতর্ক করে বলেছে, বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের কিনারে রয়েছে আফগানিস্তান।
কোরেইশি বলেন, আমাদের আফগান ভাইদের সাহায্যের জন্য ওআইসিকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।
এক বিবৃতিতে তিনি বলেন, আফগান জনগণের মানবিক চাহিদা মেটাতে আমাদের সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে।
বর্তমানে ৫৭ সদস্য বিশিষ্ট ওআইসি’র নেতৃত্বে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের অনুরোধের পর পাকিস্তান এ প্রস্তাব করে।
উল্লেখ্য, তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান প্রচন্ড আর্থিক সংকটে পড়ে। দেশটির অর্ধেকেরও বেশি অংশ মারাত্মক খাদ্য সংকট মোকাবেলা করছে।