আজ শনিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে আফগান নাগরিকরা যাতে নিজের দেশে যেতে পারে সে জন্যে পাকিস্তান, আফগানিস্তানের সঙ্গে তার সীমান্ত খুলে দিয়েছে।খবর ভিওএ
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী আজ জানিয়েছে তারা আফগানিস্তানের কাছ থেকে খুব অল্প সময় আগে এই অনুরোধ পেয়েছে যাতে সীমান্তে এই সুযোগ দেয়া হয়। আফগান নির্বাচনের সময়ে সে দেশে যাতে কোন ধরণের অনুপ্রবেশ না ঘটে সে জন্য পাকিস্তান আজ শনিবার এবং আগামিকাল রোববার তার সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
তালিবান জঙ্গিদের মদদ দেবার জন্য আফগানিস্তান বার বার পাকিস্তানকে অভিযুক্ত করেছে আর পাকিস্তানও প্রতিবারই এই অভিযোগ অস্বীকার করেছে।
তালিবান নির্বাচন বানচাল করবে এই হুমকি সত্বেও আফগানিস্তানের ভোট কেন্দ্রগুলো আজ খোলা হয়। কর্মকর্তারা জানাচ্ছেন যে দক্ষিণের শহর কান্দাহারের একটি ভোট কেন্দ্রের বাইরে বিদ্রোহীরা বিস্ফোরণ ঘটালে ১৫ জন আহত হন। গোটা দেশে চার হাজারের ও বেশি ভোট কেন্দ্রে ভোট দাতাদের সুরক্ষার জন্য হাজার হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আফগানিস্তানে নব্বই লক্ষ ভোট দাতা রয়েছেন এবং তালিবান সতর্ক করে দিয়েছে তারা যেন ভোট না দেন।
আজকের বাজার/লুৎফর রহমান