আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার পৃথক দু’টি বোমার বিস্ফোরণে দু’জন নিহত এবং অপর দু’জন আহত হয়েছে। দু’টি গাড়ি লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। রাজধানী পুলিশ এসব হামলার খবর নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার।
কাবুল পুলিশ মুখপাত্র ফেরদৌস ফারামার্জ সিনহুয়াকে বলেন, সকালের ব্যস্ত সময়ে এ দুই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় সময় সকাল ৮ টার দিকে প্রথম বোমার বিস্ফোরণ ঘটে। এর মাত্র ১৫ মিনিটের মাথায় দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে।
এখন পর্যন্ত কোন গ্রুপ এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এদিকে হামলার শিকার হওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।