আফগান রাজধানীর কাছে স্থানীয় তালেবান নেতাসহ ৪ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশে আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর (এএনডিএসএফ) অভিযানে চার তালেবান জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে স্থানীয় এক তালেবান নেতা রয়েছেন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। খবর সিনহুয়ার।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাদেশিক রাজধানী পুল-ই-আলম নগরীর উপকণ্ঠে অবস্থিত এলাকা সার-ই সাংয়ে জঙ্গিদের অবস্থানে শুক্রবার এএনডিএসএফের অভিযানে তালেবানের স্থানীয় নেতা ফাত্তাহ’র সাথে আরো তিন জঙ্গি নিহত এবং তিন জন আহত হয়।
যুদ্ধ মৌসুম হিসেবে খ্যাত বসন্ত ও গ্রীস্মকাল চলায় আফগান সরকারি বাহিনীর জঙ্গি দমন অভিযান অব্যাহত রয়েছে।
তবে এ প্রতিবেদনের ব্যাপারে এখন পর্যন্ত তালেবান জঙ্গি গ্রুপের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।