প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, তালেবান ও আফগান সরকারের মধ্যে দীর্ঘ বিলম্বিত শান্তি আলোচনা শুরু করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দোহা সফর করবেন। খবর এএফপি’র।
ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্ত-আফগান শান্তি আলোচনা শুরু করার জন্য কাতারের দোহা সফরে আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। এটি তার একটি গুরুত্বপূর্ণ সফর।’
বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা ও তালেবান গ্রুপটি জানায়, তালেবান ও আফগান সরকারের আলোচকদের মধ্যে দীর্ঘ বিলম্বিত শান্তি আলোচনা কাতারে শনিবার শুরু হবে।
তালেবানের এক বিবৃতিতে বলা হয়, ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান ১২ সেপ্টেম্বর কাতারে অনুষ্ঠেয় আন্ত-আফগান আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের কথা আনন্দের সাথে ঘোষণা করছে।’
আফগান প্রেসিডেন্টের প্রাসাদ সূত্র জানিয়েছে, সরকারি আলোচকরা এ শান্তি আলোচনায় অংশ নিতে শুক্রবার দোহায় যাচ্ছেন।
এদিকে পৃথক এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার শান্তি আলোচনা শুরু হওয়ার খবর নিশ্চিত করেছে।