আফগান শান্তি প্রক্রিয়া ইস্যুতে ওমানে ৪ জাতিগোষ্ঠীর বৈঠক

আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া শুরুর বিষয়ে ওমানের রাজধানী মাসকাটে চার জাতিগোষ্ঠী বা কিউসিজি’র বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে দৃষ্টিগ্রাহ্য কোনো সাফল্য অর্জিত না হলেও এক বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকার পর কিউসিজি’র বৈঠককে আশাব্যঞ্জক বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান, আফগানিস্তান, চীন এবং আমেরিকাকে নিয়ে গঠিত চার জাতিগোষ্ঠীর এ বৈঠককে ‘প্রতীকী সমাবেশ’ বলে নানা সূত্র থেকে উল্লেখ করা হয়েছে।

এসব সূত্র থেকে বলা হয়েছে, সমাবেশের মাধ্যমে চার জাতিগোষ্ঠীর বৈঠক নিয়ে বরফ গলতে শুরু করেছে ওমান। এ নিয়ে ষষ্ঠ দফা বৈঠকে বসল কিউসিজি। পাক প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব তাহমিনা জানজুয়া। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস ওয়েলস এবং আফগান উপ পররাষ্ট্রমন্ত্রী হেকমত খলিল কারজাই নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি প্রকাশ করা হয়নি। বৈঠকে কোনো প্রতিনিধি যোগ দেবে না বলে আগেই জানিয়েছে আফগান তালেবান। আফগানিস্তানের প্রধান নির্বাহী আবদুল্লা আবদুল্লাহ বলেছেন, কাবুল-ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করবে কিউসিজি’র বৈঠক।

২০১৫ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনের অবকাশে গঠন করা হয় কিউসিজি। গত বছর জুলাই মাসে মার্কিন ড্রোন হামলায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার পর অচল হয়ে পড়ে কিউসিজি প্রক্রিয়া।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ১৭ অক্টোবর ২০১৭