আফগান সিরিজকে সামনে রেখে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশ ছেড়েছেন।
বৃহস্পতিবার (৩১ মে) সকালেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক দেশ ছাড়েন।
সাকিব আল হাসানের সাথে রয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিষয়টা আগেই জানা ছিল ৩১ তারিখ সকালের ফ্লাইটেই বাংলাদেশ দলের সাথে যোগ দিতে ঢাকা ছাড়বেন সাকিব।
সকাল দশটার ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি। সেখান থেকে দেরাদুনে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।
আফগানিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আবুল হাসান রাজু।
আজকের বাজার/আরআইএস