আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ৯টি দেশের ফ্লাইটের ওপর অষ্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ এর কারণে অষ্ট্রেলিয়া শনিবার আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় ৯টি দেশের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া দেশটি তার সীমান্তে আরো কড়াকড়ি আরোপ করেছে।
অষ্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রী গ্রেস হান্ট বলেন, অষ্ট্রেলিয়ার নাগরিক নন এমন ব্যক্তি গত ১৫ দিনে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়েসহ আরো কয়েকটি দেশে ভ্রমণ করে থাকলে তারা আর অষ্ট্রেলিয়া ফিরতে পারবেন না।
নিষেধাজ্ঞা জারি করা এ কয়েকটি দেশে অষ্ট্রেলিয়ার নাগরিকরা ভ্রমণ করে থাকলে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।
ক্যানবেরায় সাংবাদিকদের হান্ট আরো বলেন, এসব কঠোর সিদ্ধান্ত দ্রুত ও অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য গত ৯ নভেম্বর তীব্র সংক্রামক ওমিক্রন প্রথম শনাক্ত হয়। এটি ঠিক কি ধরণের হচ্ছে তা নিয়ে বিজ্ঞানীরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগজনক ধরণ বলে চিহ্নিত করেছে।