আফ্রিকার মালিতে জাতিগত দাঙ্গায় নিহত ৮

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে জাতিগত দাঙ্গায় কমপক্ষে ৮ নিহত হয়েছে।

সোমবার বিশৃঙ্খলাপূর্ণ এ মরুভূমি অঞ্চলে  সহিংসতা ছড়িয়ে পড়লে এমন ঘটনা ঘটে। খবর: এএফপির

এ মাসের শুরু থেকে ফুলানি ও দোগোন সম্প্রদায়ের মধ্যে আস্থার সংকটকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ হয়।সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

মালির সামরিক সূত্র জানায়, রোববার বুর্কিনা ফাসোর সীমান্তবর্তী কোরো শহরে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সেবারি গ্রাম জ্বালিয়ে দেয়া হয়।এতে সবকিছু পুড়ে গেছে ।

প্রধানমন্ত্রী সুমেলু বুবেয়ি মাইগার দপ্তর থেকে এএফপি’কে জানান, এ দুই সম্প্রদায়ের লোকজনকে আশ্বস্ত ও সংঘাত নিরসনের প্রস্তাব দিতে প্রধানমন্ত্রী এ সপ্তাহে কোরো শহর সফর করবেন।

আজকের বাজার/আরজেড