আফ্রিকায় সোমবার সন্ধ্যা পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট এক কোটি ৯ লাখ ৩৩ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।
আফ্রিকা ইউনিয়নের বিশেষ স্বাস্থ্য সেবা সংস্থা জানায়, এ মহাদেশ জুড়ে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৪১ হাজার ৭২৩ জনে দাঁড়িয়েছে এবং ৯৯ লাখ ৬৯ হাজার ৯৬৬ জন এ ভাইরাস থেকে সেরে উঠেছেন।
আফ্রিকা সিডিসি জানায়, এ মহাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, মরক্কো, তিউনিসিয়া ও ইথিওপিয়া।
তারা জানায়, সোমবার সন্ধ্যা পর্যন্ত আফ্রিকায় কোভিড-১৯ রোগে আক্রান্তের দিক থেকে দক্ষিণ আফ্রিকা প্রথম অবস্থানে রয়েছে। দেশটিতে ৩৬ লাখ ২০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ১১ লাখ ৪৭ হাজার ৯৬৪ জন করোনায় আক্রান্ত হওয়ায় মরক্কো রয়েছে দ্বিতীয় অবস্থানে।