আফ্রিকায় সেনাবাহিনীর সদর দফতরে জঙ্গিগোষ্ঠী আইএসের বোমা হামলা এবং গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুন) মালির সেভারে শহরে এ ঘটনা ঘটে।
আফ্রিকা সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, হামলাকারীরা একটি গাড়িতে করে এসে সেনা সদর দফতর লক্ষ্য করে বোমা এবং রকেট হামলা চালায়। এতে, ঘটনাস্থলেই নিহত হন অন্তত দুই সেনা সদস্য। জবাবে, জঙ্গিদের লক্ষ্য করে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে দু'পক্ষের গোলাগুলিতে নিহত হয় চার জঙ্গি। মালিতে সন্ত্রাস দমনে এবং শান্তি প্রতিষ্ঠায় গতবছর আফ্রিকার কয়েকটি দেশের সেনাসদস্যদের নিয়ে জি-ফোর্স নামে একটি বিশেষ বাহিনী গঠন করা হয়।
আরজেড/