আফ্রিদির রেকর্ড এখন কোহলির

হায়দরাবাদে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর গড়ে উইন্ডিজরা। জবাবে বিরাট কোহলির ৫০ বলে ৯৪ রানের ঝড়ো ব্যাটিং করেন। ম্যাচ সেরার পুরস্কারটিও যায় কোহলির দখলে।

এতে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ১২ বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ভারতীয় অধিনায়ক কোহলি। এর আগে ৭৫ ম্যাচ খেলে ১২ বার ম্যাচ সেরা হয়েছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। আর কোহলি তার চেয়ে দুটি ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়লেন।

নবী-কোহলির নিচে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। ৯৯ ম্যাচ খেলে ১১ বার ম্যাচ সেরা নির্বাচিত হন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। আগামীকাল (রবিবার, ৮ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি লড়াই কোহলি ও পোলার্ডদের মধ্যে। আরেকবার ম্যাচ সেরা হলেই নবীকে টপকে রেকর্ডটা কেবল নিজের করে নেবেন কোহলি।

আজকের বাজার/আরিফ