আবগারি শুল্ক কমানোর ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

এবার অর্থমন্ত্রী আবুলমাল আবদুল মুহিত নিজেই ব্যাংক হিসাবে আরোপিত আবগারি শুল্ক কমানোর ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনার করে এই সমস্যার সমাধান করা হবে।

বুধবার ১৪ জুন সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সাংবাদিকদের এমন কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যাংক হিসাবে আবগারি শুল্ক নতুন কোনো বিষয় নয়। এতোদিন আপনারা এই শুল্ক দিয়ে এসেছেন। আমরা কেবল এর হার কিছুটা বাড়িয়ে ছিলাম।

মুহিত বলেন, বিষয়টি নিয়ে যেহেতু এতো সমালোচনা তাই বিষয়টি সংসদে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। হয়তো কমানো হবে।

আজকের বাজার: আরআর/ ১৪ জুন ২০১৭