আলোকিত মানুষ গড়ার কারিগর, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ আইএফআইসি-চ্যানেল আই সম্মাননা পুরষ্কার পেয়েছেন।
আজ জন্মদিনে উপলক্ষে চ্যানেল আইতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, সারাজীবন মানুষ গড়তে চেয়েছি তাদের বেশিরভাগই পরবর্তীতে বিদেশে পড়ি জমিয়েছে নানান কারণে। তবে যে বিশ ভাগ দেশে রয়েছে তারাই শত জনের কাজ করে যাচ্ছে। আলো ছড়িয়ে যাচ্ছে এই মেধাবী মানুষগুলো।
সম্মাননা প্রদানের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ও অভিনেতা শহিদুল আলম সাচ্চু। (বাসস)