রাজধানীর মিরপুরের মাজার রোডে ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে নিহত সন্দেহভাজন জঙ্গি আবদুল্লাহ দুর্ষর্ধ প্রকৃতির ছিলেন বলে জানিয়েছে র্যাব। তার বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানায় তারা।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।
র্যাবের এই কর্মকর্তা জানান, বাড়িটির ছয় তলা থেকে একটি বহুতল ভবনের নকশা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো বহুতল ভবনে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিলেন ‘জঙ্গি’ আবদুল্লাহ। তিনি জানান, এই ঘটনায় কথিত ডনকে খুঁজছে র্যাব। ‘জঙ্গি’ আবদুল্লাহ র্যাবের সঙ্গে মোবাইলে আলাপকালে বারবার ওই ডনের নাম বলেছেন।
মুফতি মাহমুদ জানান, ‘জঙ্গি আস্তানায়’ অভিযান আজকের মতো শেষ হয়েছে। তবে এই অভিযান আগামীকালও চলবে। শুক্রবার এই অভিযানের সমাপ্তি হতে পারে বলেও আভাস দেন তিনি।
সাংবাদিকদের তিনি জানান, আজকের অভিযানে ১০টি বোমা, ১০ কেজি গান পাউডার এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি জানান, বাড়িটি এখনো ঝুঁকিমুক্ত নয়। এখানে আরও অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে।
র্যাবের এই কর্মকর্তা জানান, বাড়িটির পাঁচ তলায় ‘জঙ্গি’ আবদুল্লাহ থাকতেন। অভিযানের শুরুতেই ছয় তলা লক করে দেয়া হয়। এজন্য তিনি এখানে আসতে পারেননি। ছয় তলায় আসতে পারলে আরও বড়ধরনের বিস্ফোরণ ঘটাতে পারত বলে মনে করে র্যাব।
মুফতি মাহমুদ আরও জানান, জঙ্গিদের নাম-পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে মারা যাওয়া সাতজনের মধ্যে যে জেএমবির সক্রিয় সদস্য আবদুল্লাহ রয়েছেন এটা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত।
মিরপুরের মাজার রোডের ওই বাড়িটিতে গত সোমবার রাতে জঙ্গি সন্দেহে অভিযান চালায় র্যাব। মঙ্গলবার ওই বাড়িতে ‘জঙ্গি’ আবদুল্লাহ সপরিবারে আছেন বলে শনাক্ত করে র্যাব। তার সঙ্গে মোবাইলের র্যাবের দফায় দফায় কথাও হয়। তিনি জানিয়েছিলেন আত্মসমর্পণ করবেন। র্যাব তাকে আত্মসমর্পণের সময়ও দিয়েছিল। কিন্তু রাত ১০টার কিছু আগে বিকট শব্দে বিস্ফোরণ হয় বাড়িটির পাঁচ তলায়। এতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনে।
৬ সে্প্টেম্বর বুধবার সেখান থেকে পুড়ে বিবর্ণ হয়ে যাওয়া সাতটি খুলি ও কঙ্কাল উদ্ধার করে র্যাব। ধারণা করা হচ্ছে, ‘জঙ্গি’ আবদুল্লাহ বিস্ফোরণ ঘটিয়ে সপরিবারে আত্মহত্যা করেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ৭ সেপ্টেম্বর ২০১৭