ক্রিকেটের কিংবদন্তি তারকাদের আজীবন সদস্য হিসেবে তালিকাভুক্ত করে থাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। এবার এই ক্লাবের আজীবন সদস্য হলেন পাকিস্তানি সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।
পাকিস্তানের জার্সিতে ২৬৫টি ওয়ানডে এবং ৪৬টি টেস্ট খেলেন এই ডানহাতি ক্রিকেটার। ২০১৬ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান রাজ্জাক। পাকিস্তানের হয়ে সব ধরনের ফরম্যাট মিলিয়ে ৭,৪১৯ রান করার পাশাপাশি ৩৮৯ উইকেট নেন তিনি। পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে অসাধারণ ক্যারিয়ারের ছোট্ট একটি স্বীকৃতি পেলেন আবদুল রাজ্জাক।
এর আগে পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার শহিদ আফ্রিদি, ইউনিস খান ও মিসবাহ-উল-হক মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হন।
আজকের বাজার:এসএস/৬জানুয়ারি ২০১৮