রাজধানীর প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ‘সুপ্রভাত পরিবহনের’ বাসচালককে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আমিনুল ইসলাম বাসের চালক সিরাজুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান ফটকের সামনে ‘সুপ্রভাত পরিবহনের’ একটি বাস আবরার আহমেদ চৌধুরীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরই পুলিশ বাসের চালককে আটক করে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী গুলশান থানায় মামলা দায়ের করেন।
আজকের বাজার/এমএইচ