বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িত থাকার অভিযোগে সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সহসভাপতি মুত্তাকিম ফুয়াদ এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল।
এদিকে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকশ শিক্ষার্থী আবারের মৃত্যুর প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করেছে।
বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শের-ই-বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদকে (২১) সোমবার রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন বুয়েটের মেডিকেল অফিসার ডা. মো. মাশুক এলাহী।
আজকের বাজার/এমএইচ