আবরারের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় তার রুমমেট মিজানুর রহমান মিজানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ রিমান্ড মঞ্জুর করেন।

বুয়েটের ওয়াটার নিসোর্চ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজান এ হত্যা মামলায় অন্যতম সন্দেহভাজন।

গত ১০ অক্টোবর মিজানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রসঙ্গত, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) গত ৬ অক্টোবর রাতে শের-ই-বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

এ ঘটনার পরের দিন আবরারের বাবা বরকতউল্লাহ ১৯ জনকে অভিযুক্ত করে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে আটজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

আজকের বাজার/এমএইচ