স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যা মামলার চার্জশীট দ্রুততম সময়ের মধ্যে দেয়া হবে।
তিনি বলেন,‘আবরার হত্যায় আমরা বিস্মিত হয়েছি। কারণ, যারা এ হত্যার সঙ্গে জড়িতরাও বুয়েটের মেধাবী ছাত্র। তাদের মস্তিষ্ক বিকৃত হবে, তা ভাবতেও পারিনি।’
মন্ত্রী বলেন, এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছি। এই মামলার নির্ভূল চার্জশিট দেয়ার ব্যবস্থা করেছি। দ্রুততম সময়ের মধ্যে আবরারের পরিবার যাতে ন্যায় বিচার পায় তার ব্যবস্থা করা হবে।
আসাদুজ্জামান খান আজ রাজধানীর কারওয়ানবাজারের এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি নামের একটি সংসদ বিষয়ক বিতর্ক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘ সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার এগিয়ে চলছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতি ও মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। টেকসই উন্নয়নের জন্য দরকার টেকসই নিরাপত্তা ব্যবস্থা। তাই র্যাব, বিজিবি, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে।
আজকের বাজার/লুৎফর রহমান