বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চার্জশিট আমলে নিয়ে পলাতক চারজনের বিরুদ্ধে গ্রেফফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।
চকবাজার থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চার্জশিট দাখিলের সময় এ চার আসামি পলাতক ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আজকের বাজার/লুৎফর রহমান