আবরার হত্যা: সাদাতের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি এ এস এম নাজমুস সাদাতের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে সাদাতকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নাজমুস সাদাত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার কড়ই উত্তর পাড়ায়।

প্রসঙ্গত, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নাজমুস সাদাত বিরামপুরের কাটলা সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা মহানগর গোয়েন্দা শাখার একটি দল বিরামপুর থানার সহযোগিতায় সাদাত এর আত্মীয় রফিকুলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

এ পর্যন্ত এই মামলায় এজহারভুক্ত ১৯ আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আর, এজাহারভুক্ত ছয় আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আসামি হলেন ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুল, মেহেদি হাসান রবিন ও রাহাত।

আজকের বাজার/এমএইচ