ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফলে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আজ বন্যা পূর্বাভাস ও বন্যা নিয়ন্ত্রণ অধিদফতরের এক পূর্বাভাসে বলা হয়েছে,ব্রহ্মপুত্র –যমুনায় নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা ও পদ্মা অববাহিকার অন্যান্য সব নদ ও নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। দেশের উত্তরাঞ্চলের প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ৪৮ ঘন্টায় গঙ্গা-পদ্মা অববাহিকার পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং উত্তরা-পূর্বাঞ্চলের প্রধান নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৩৬টির, হ্রাস পেয়েছে ৩৩ টিরএবং অপরিবর্তিত রয়েছে ৬টির।
গত ২৪ ঘন্টায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে জারিয়াঞ্জাইলে ১৩০ মিলিমিটার, ভৈরব বাজারে ৯৬ মিলিমিটার, লরেরগড়ে ৮৫ মিলিমিটার এবং সুনামগঞ্জে ২৯ মিলিমিটার।