মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহওায়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
দেশের কোথাও-কোথাও শেষরাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৯ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীতে ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিলো শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫৬ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ২৯ মিনিটে।