আবহাওয়া থাকতে পারে শুষ্ক

ছবি : ইন্টারনেট

আজ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয় অধিদপ্তর।

তবে দেশের নদী অববাহিকার কোথাও-কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, সারাদেশে রাত এবং দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টায় রাত এবং দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা আছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে ভোর ৫টা ৫৫ মিনিটে।

আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮