আবারও অনুশীলনে ব্যাস্ত টাইগাররা

চট্টগ্রামে এক সপ্তাহের কন্ডিশন ক্যাম্প শেষে ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা। একদিনের বিশ্রাম শেষে আজ থেকে আবারো অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা।

১৬ ও ১৭ আগস্ট নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। চিটাগংয়ে অনুষ্ঠিত হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পুরোপুরি খেলা না হলেও দুই দল মিলে ১২২ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে, ক্রিকেটারদের চলতি ক্যাম্প অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে সহায়তা করবে বাংলাদেশকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে পা রাখবে স্মিথ বাহিনী। মূল সিরিজের আগে ২২ ও ২৩ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২৭ আগস্ট ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ৪ সেপ্টেম্বর চিটাগংয়ে।

আজকের বাজার: সালি / ১৩ আগস্ট ২০১৭