এইতো গত অক্টোবরেই মেসি পতœী দিয়েছিলেন তৃতীয় সন্তানের আগমনী বার্তা। তবে ছেলে না মেয়ে তা নিয়ে মেসি ভক্তদের কৌতুহল তৈরি হয়েছিল। সেই কৌতুহলের অবসান ঘটিয়ে রোকুজ্জো জানালেন তাদের তৃতীয় সন্তানও হবে ছেলে।
গত বৃহস্পতিবার ৫ বছরে পা দিয়েছেন মেসির বড় ছেলে থিয়াগো। ছেলের জন্মদিনে টুইটার বার্তায়ই তৃতীয় ছেলের মা হওয়ার কথা জানালেন তিনি।
ওই টুইটার বার্তায় থিয়াগোর একটি ছবির সঙ্গে রোকুজ্জো লেখেন, ‘হ্যাপি বার্থ ডে থিয়াগো। পাঁচ বছর বয়স। তুমি কত বড় হয়ে গেছে, মাই লাভ। আশা করি তুমি সবসময় সুখে থাকবে।’
ছবিতে দেখা যাচ্ছে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে দোলনার উপর দাঁড়ানো থিয়াগো। আর রোকুজ্জো ম্যাসেজটি শেষ করেছেন হ্যাশট্যাগে বড় দু’টি শব্দ লিখে। দুই ছেলেকে রেফার করে তিনি ট্যাগ করেছেন।
স্প্যানিশ ওই বড় বাক্যটির ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায়, ‘বাবা এবং মা, মাতেও এবং তোমার ছোট ভাইও এই পথে আছে। আমরা সম্ভবত তোমাকে আর ভালবাসতে পারবো না।’
গত জুলাইয়ে দীর্ঘদিনের সঙ্গী রোকুজ্জোকে বিয়ে করেন মেসি। বিয়ের আগেই দুই সন্তান মাতেও এবং থিয়াগোর জন্ম। তাদের বড় ছেলে থিয়াগোর বয়স গত বৃহস্পতিবার ৫ বছর হয়েছে। আর ছোটো ছেলে মাতেও গত মাসে দুই বছরে পা দিয়েছে। তবে বিয়ের পর এই প্রথম বাবা হতে চলেছেন মেসি
সুত্র: অর্থসূচক
আজকের বাজার: সালি / ০৫ অক্টোবর ২০১৭
https://www.instagram.com/p/BYtXozmBBra/