ভারতের প্রখ্যাত ইসলামি বক্তা ড. জাকির নায়েক ও তার পরিবারের সদস্যদের ১৬ কোটি ৪০ লাখ রূপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অর্থ পাচার মামলার অধীনে জাকির নায়েকের মুম্বাই ও পুনে শহরে থাকা এসব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের।
ইডি দাবি করছে, জাকির নায়েক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
এ নিয়ে তৃতীয়বারের মতো জাকির নায়েক ও তার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করল ভারত সরকার।
২০১৬ সালের জুলাইয়ে ঢাকায় একটি ক্যাফেতে ভয়াবহ জঙ্গি হামলার সঙ্গে জাকির নায়েক জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়। তার বক্তব্য দ্বারা ওই হামলাকারীরা অনুপ্রাণিত হয়েছিলেন বলে দাবি উঠে। এরপর থেকে তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারিতে ছিলেন।
২০১৬ সালের ১৭ নভেম্বর তার মুম্বাই ভিত্তিক এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে (আইআরএফ) বেআইনী সংস্থা হিসেবে ঘোষণা করা হয়।
জাকির নায়েক জনপ্রিয় ‘পিস টিভির’ প্রতিষ্ঠাতা, ইসলামের প্রচারক ও বিশিষ্ট উপস্থাপক। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ