আবারও ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

২ অক্টোবর সোমবার থেকে শুরু হয়েছে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় যৌথ সামরিক মহড়া।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ১১ অক্টোবর পর্যন্ত চলবে এ যৌথ মহড়া।

বিবৃতিতে আরও বলা হয়, যৌথ সামরিক মহড়া ফিলিপাইনের লুজন দ্বীপের ৭টি জায়গায় আয়োজিত হচ্ছে।

এ যৌথ মহড়ায় অংশ নিচ্ছে ৯০০ মার্কিন সৈন্য। তবে ফিলিপিনো সৈন্যের সংখ্যা উল্লেখ করা হয়নি।

এর আগে চলতি বছরের মে ও সেপ্টেম্বর মাসেও দু’টি যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল দেশ দুটি।

সূত্র : সিআরআই

আজকের বাজার : এমএম / ৩ অক্টোবর ২০১৭