আবারও মেসিকে টেক্কা দিলেন রোনালদো

ছবি : ইন্টারনেট

মেসি রোনালদোর চেয়ে এগিয়ে। না, রোনালদো মেসির চেয়ে এগিয়ে। এমন বির্তক এখন সাধারণ বিষয়। তবে পরিসংখ্যান যে কথা বলে। পরিসংখ্যানই বলে দেয় কে সেরা।

শনিবার রাতে জোড়া গোল করে লা লিগার তিনশ গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো!
রিয়াল মাদ্রিদের দাবী রোনালদো ছুঁয়েছেন তিনশ গোলের রেকর্ড। এদিকে লা লিগা কর্তৃপক্ষ বলছে রোনালদোর গোল সংখ্যা ২৯৯টি।

গোলের পরিসংখ্যান যাইহোক। লি লিগায় নিজের ৩০০ গোলের মাইলফলকে পৌছাতে রোনালদো খেলেন ২৮৫ টি ম্যাচ।
অন্যদিকে, বার্সেলোনার জার্সিতে মেসি এ রেকর্ড গড়তে খেলেন ৩২৬টি ম্যাচ।

এ দিক থেকে বলায় যায় রোনালদো মেসির চেয়ে এগিয়ে। তবে মেসি ভক্তদের জন্যও আছে খুশীর সংবাদ। গোল সংখ্যায় রোনালদোর চেয়ে মেসিই এগিয়ে। ৪০৬ ম্যাচে মেসি করেছেন ৩৬৮ গোল। অন্যদিকে , ৩শত গোল নিয়ে রোনালদো রয়েছে দ্বিতীয় অবস্থানে।

আজকের বাজর: আরজেড/আরএম/২৫ ফেব্রুয়ারি ২০১৮