ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার আবারও লেনদেনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।এদিন কোম্পানিটির ৭৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষনে দেখা যায়, কোম্পানিটি ৫ হাজার ৩৫০ বারে ৬০ লাখ ৭৫ হাজার ৮৮৬টি শেয়ার লেনদেন হওয়ার মাধ্যমে এদিন লেনদেনের শীর্ষে উঠে আসে।এর আগেও সম্প্রতি একাধিকবার লেনদেনের দিক থেকে শীর্ষে উঠে আসে। একই সাথে কোম্পানীটির শেয়ারের দরও বেড়েই চলছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড। কোম্পানির ৬২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির ৪ হাজার ৮৯৯ বারে এক কোটি ৩৪ লাখ ৮ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন করেছে।
লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইফাদ অটোস লিমিটেড।এ কোম্পানির ২৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শাশা ডেনিমস, বিবিএস ক্যাবলস, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সায়হাম টেক্সটাইল, সিঙ্গারবিডি, প্যারামাউন্ট টেক্সটাইল ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।
জাকির/আজকের বাজার