এক সপ্তাহের ব্যবধানে ফের ২৪ ঘণ্টায় করোনায় সাড়ে পাঁচ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। নতুন সংক্রমণ শনাক্ত প্রায় পৌনে দু’লাখ। এ নিয়ে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ছয় লাখের কাছাকাছি। আর মৃত্যু পাঁচ লাখ ১৪ হাজারের মতো।
মঙ্গলবার সাড়ে ৭শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ৩০ হাজার। আক্রান্ত ২৭ লাখ ৩০ হাজার মানুষ। মার্কিন ভূখণ্ডে এদিন সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করেছে ক্যালিফোর্নিয়া-টেক্সাস-ফ্লোরিডা।
অন্যদিকে, দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে; মারা গেছেন ১৩শ’ মানুষ। দেশটিতে ১৪ লাখের বেশি আক্রান্তে মোট মৃত্যু ৬০ হাজার ছুঁইছুঁই।
এদিকে, মেক্সিকোতে এখন পর্যন্ত সোয়া দু’লাখের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। মৃতের সংখ্যা ২৮ হাজারের কাছাকাছি। লকডাউন শিথিলের ফলে হটস্পট লাতিন ও মধ্য আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ধীরে প্রাণহানি ও সংক্রমণ বাড়ছে।