নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে ২৪ অক্টোবর সিলেট শহরের রেজিস্ট্রি মাঠে সমাবেশের অনুমতি পায়নি জাতীয় ঐক্যফ্রন্ট।
শনিবার (২০ অক্টোবর) দুপুরে বিএনপি নেতারা জেলা পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে সমাবেশের জন্য আবেদন করে আসেন। দেড় ঘণ্টা পর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি বিএনপি নেতাদের জানিয়ে দেয়া হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র আবুল কাহের শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, সমাবেশের অনুমতি না মিললেও ২৪ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সিলেট সফর কর্মসূচি অপরিবর্তিত থাকবে।
অনুমতি না দেয়া প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, এবিষয়ে তিনি খোঁজ খবর নিচ্ছেন।
এর আগে ২৩ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের কর্মসূচি ছিল। কিন্তু সমাবেশের ব্যাপারে পুলিশের অনুমতি না পাওয়ায় পরদিন ২৪ অক্টোবর সমাবেশের তারিখ ঠিক করে ঐক্যফ্রন্ট। কিন্তু এদিনও তারা সমাবেশের অনুমতি পায়নি।
এদিকে শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ঐক্যফ্রন্টের সিলেটে আহ্বান করা সমাবেশ বন্ধ করা হয়নি বরং নিরাপত্তাজনিত কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। তথ্যসূত্র-ইউএনবি।
আজকের বাজার/এমএইচ