গত এসএ গেমসেও ভারোত্তোলনে বাংলাদেশকে স্বর্ণ উপহার দিয়েছিলেন মাবিয়া আক্তার সীমান্ত। এবারও স্বর্ণ জেতার জন্য ফেবারিট ছিলেন তিনি। শেষ পর্যন্ত হতাশ করলেন না ভারোত্তোলনের এই স্বর্ণকন্যা। নেপালের কাঠমান্ডুতে চলমান দক্ষিণ এশিয়ান গেমসে ভারোত্তোলনে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত।
এ নিয়ে তিনদিন পর নেপাল গেমসে স্বর্ণের দেখা মিললো বাংলাদেশের। সব মিলিয়ে এটি বাংলাদেশের পঞ্চম স্বর্ণ পদক। সবশেষ ২০১৬ আসরেও ভারোত্তোলনে স্বর্ণ জেতেন মাবিয়া।
এবারের আসরে বাংলাদেশের হয়ে পঞ্চম স্বর্ণ জিতলেন তিনি। আর ৮১ কেজি নারী ভারোত্তলনে ভারতের প্রতিযোগীর কাছে হেরে রৌপ্য জিতেছেন জোহরা খাতুন নিশা। এবারের এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন তায়কোয়ান্দোতে দিপু চাকমা। এরপর কারাতে থেকে আসে আরও তিনটি স্বর্ণ পদক।
আজকের বাজার/আরিফ