আবারও তিন হাজার ৩০০ কোটি বা ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানানো হয়, ১০ আগস্ট বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ ৩৩ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এই রিজার্ভ দিয়ে ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। গত কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে উন্নতি হওয়ায় ধারাবাহিকভাবে রিজার্ভ বেড়েছে।
গত ২২ জুন অতীতের সব রেকর্ড ছাপিয়ে রিজার্ভ দাঁড়ায় রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৩৪৫ কোটি ডলার। তবে জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর গত জুলাই মাসে রিজার্ভ কমে হয় ৩২ বিলিয়ন ৯১ মিলিয়ন ডলার বা ৩ হাজার ২৯১ কোটি ডলার। গত বছরের ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। ৪ নভেম্বর তা ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
আজকের বাজার: এমএম/ ১৪ আগস্ট ২০১৭