ব্যর্থতাকে সঙ্গে নিয়ে ফের চাঁদের মাটি ছুঁতে চলেছে ইসরো। সঠিক ভাবে সফট ল্যান্ডিং এর প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশ বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, ২০২০ সালের নভেম্বর মাসে চাঁদে যাওয়ার পদক্ষেপ করবে ইসরো।
ইতিমধ্যে উচ্চস্তরের বিজ্ঞানীদের নিয়ে তৈরি হয়েছে টিম। তিরুঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস সোমনাথের তত্ত্বাবধানে চন্দ্রযান-৩’র কাজ এগোবে।
ইসরোর তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, প্যানেল রিপোর্ট এখনও আসেনি। এই মিশনের জন্য গাইড লাইন তৈরি করা হচ্ছে। চন্দ্রযান ২ এর ভুল সংশোধন করা হচ্ছে। এছাড়া যদি কোনো ত্রুটি থেকে থাকে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
সফট ল্যান্ডিং করতে না পারায়, চাঁদের মাটিতে আছড়ে পড়ে চ্ন্দ্রযান-২ এর বিক্রম। তারপর থেকে চোখের দেখা পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছে সে। ইসরোর তাবড় তাবড় বিজ্ঞানীদের ডাকে সাড়া দেয়নি বিক্রম। সম্প্রতি স্পেস এজেন্সির লিকুইড প্র প্যালসন সিস্টেম সেন্টার হেড ভি নারায়ান বিষয়টি খতিয়ে দেখছে যার তথ্য চন্দ্রযান ৩ এর জন্য গুরুত্বপূর্ণ।
আজকের বাজার/লুৎফর রহমান