ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার চার্জগঠনের তারিখ আবারো পিছিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার কার্যক্রম মহানগর দায়রা জজ থেকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৪ মে) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালত আলোচিত এ হত্যা মামালার অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ ও আদালত পরিবর্তনের এ আদেশ দেন। আগামী ৩০ জুন নতুন এই আদালতে চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ অক্টোবর শুনানি শেষে আদালত পুনরায় তদন্ত শেষে সম্পূরক চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছিলেন। এরই মধ্যে আসামি পক্ষের আইনজীবী সাফিউর রহমান ফারাবীর জামিন আবেদন করেন। তবে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।
ব্লগার অনন্ত হত্যার তিন বছর পরও এ হত্যা মামলার বিচারকাজ শুরু না হওয়ায় ১২ মে তার মৃত্যুবার্ষিকী পালনকালে ক্ষোভ প্রকাশ করা হয়।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নিজ বাসার সামনে চৌরাস্তায় মুখোশধারীরা অনন্তকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।
আজকের বাজার/আরআইএস