আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে স্বর্ণের দর বেড়েছে ২ দশমিক ৪৫ শতাংশ। বর্তমানে এক আউন্স স্বর্ণ কেনাবেচা হচ্ছে ১ হাজার ৩৪০ ডলার। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার উত্তেজনা যদি শিথিল না হয়, তবে শিগগির দর ১৪০০ ডলার অতিক্রম করবে।
আর তেমনটি হলে বাংলাদেশের স্বর্ণের দর আরও বাড়বে। এবং তা ভরিপ্রতি ৫০ হাজার টাকার উপরে উঠতে পারে।
নিজাম হামিদ নামের ইউরোপের এক বাজার বিশ্লেষক বলছেন, আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহে স্বর্ণের দর ১ হাজার ৩০০ ডলারের ঘর অতিক্রম করে। যা গত বছরের একই সময় থেকে ১৬ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তা এ বাজারকে চাঙ্গা করে তুলছে।
তবে আরেক গবেষক বলছেন, বিশ্বের প্রধান প্রধান কিছু মুদ্রার বিপরীতে ডলার দুর্বল হয়ে পড়ার কারণেও এই বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে সাধারণত বাংলাদেশের বাজারেও স্বর্ণের দর বাড়ানো-কমানো হয়।
বাংলাদেশের স্বর্ণ ও জুয়েলারি ব্যবসায়ীদের মতে, বর্তমানে দেশের বাজারে প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি বিক্রি হচ্ছে ২৬ হাজার ২৪৪ টাকা।
আজকের বাজার:এলকে/এলকে/ ৯ সেপ্টেম্বর ২০১৭