প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম আন্ত;মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করার দাবী করেছে উত্তর কোরিয়া। এই নিয়ে এবছর ক্ষেপণাস্ত্রের ১১টি পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটি।
৪ জুলাই মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একটি ঘোষণায় বলা হয়, Hwasong-14 ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ৯৩৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৩৭ মিনিট ওড়ার পর জাপান সাগরে পতিত হয়েছে। এটিকে ‘মাঝারি পাল্লার ব্যালাস্টিক মিসাইল’ হিসেবে অভিহিত করে একটি বিবৃতিতে জানানো হয়, এটি আমেরিকার জন্য হুমকি নয়। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০মিনিটে উৎক্ষেপণ করা এই ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের ভেতরে কোথাও পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজকের বাজার: এমএম/এলকে ৪ জুলাই ২০১৭