আবারো ভাইরাল প্রিয়া

আবারো ভাইরাল প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। দক্ষিণী কন্যা এবারো যেন আট থেকে আশির হৃদয় জয় করে নিলেন কয়েক মুহূর্তে। এবারো তার চোখের যাদুতে, তার হাসিতে কুপোকাত নেটিজেনদের একাংশ। একটি চকোলেট ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপনী প্রচারে নেমে ভাইরাল হলেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র।

সম্প্রতি ‘ওরু আদার লাভ’ নামে একটি দক্ষিণী গানে দেখা যায় প্রিয়া প্রকাশকে। সেখানে আবদুল রউফের সঙ্গে প্রিয়া প্রকাশের অনস্ক্রিন রসায়ন দেখার পর থেকেই ইন্টারনেটে তা ভাইরাল হয়ে যায়। এরপরই প্রিয়া প্রকাশকে নিয়ে জোর জল্পনা শুরু হয়।

এমনকী, রণবীর সিং-এর ‘সিম্বা’-তেও প্রিয়া প্রকাশকে দেখা যাবে বলে বলিউডে গুঞ্জন ছড়ায়। যদিও শেষ পর্যন্ত রণবীর সিং-এর ‘সিম্বা’-য় সইফ কন্যা সারা আলি খান-কেই দেখা যাবে বলে করণ জহরের ধর্মা প্রোডাকশনের তরফে জানানো হয়।

এস/