আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য আবারো মনোয়ন ফরম কিনলেন বিএনপির বর্তমান মেয়র মনিরুজ্জামান মনির। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনিরুজ্জামান মনির পক্ষে মনোয়ন ফরম সংগ্রহ করেন খুলনা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হাসান খান রানা। ১০ হাজার টাকা জমা দিয়ে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এর আগে সকাল ১০টা থেকে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে বিএনপি মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
শুরুতেই ধানের শীষ প্রতীকের জন্য মনোয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুরের সাবেক এমপি হাসান উদ্দীন সরকার। তার পক্ষে মনোয়নপত্র সংগ্রহ করেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. বশির উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।
উল্লেখ, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১২ এপ্রিল, যাচাই-বাছাই ১৫ ও ১৬ এপ্রিল, আপিল দায়ের ১৭ থেকে ১৯ এপ্রিল, বাতিল নিষ্পত্তি ২০ থেকে ২২ এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল , প্রতীক বরাদ্দ ২৪ এপ্রিল এবং ভোটগ্রহণ ১৫ মে।
এরপর গত সোমবার (৩ এপ্রিল) বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ (০৫ এপ্রিল) দলীয় মনোনয়ন ফরম বিক্রির ঘোষণা দেন।
এস/