ক্রিকেট মাঠে কোনও দুর্ঘটনা নজরে পড়লেই স্মৃতিতে ভাসে অস্ট্রেলিয়ার ফিল হিউজের কথা। ক্রিকেট যে জীবন কেড়ে নিয়েছিল এই বামহাতি ব্যাটসম্যানের। ফিল হিউজের সেই স্মৃতি আবারও ফিরে এলো। এবার খেলার মাঠেই মর্মান্তিক মৃত্যু হলো কেরালার তরুণ ক্রিকেটার পদ্মনাভের।
ভদ্রলোকের খেলা ক্রিকেট কম বিপজ্জনক নয়। এর পূর্বে কয়েকজন ক্রিকেটার ও আম্পায়ারের মৃত্যুর ইতিহাস আছে। অস্ট্রেলিয়ার ফিল হিউজের পরেই ৬ জন বলের আঘাতে মৃত্যুবরণ করেছেন। তবে ভারতে তরুণের মৃত্যুর ঘটনাটি বলের আঘাতে ছিল না। কেরালার কাসরগড় এলাকায় একটি স্থানীয় টুর্নামেন্ট চলছিল। বল করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ২০ বছরের পদ্মনাভ। এরপর মাঠে শুয়ে পড়েন। হঠাৎ মাঠে পড়ে যাওয়া পদ্মনাভের দিকে দৌড়ে আসেন ক্রিকেটাররা ও মাঠে উপস্থিত দর্শকরা। এরপর দ্রুত হাসপাতালেও নেওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাঠে দর্শকদের মধ্যে কেউ একজন সেই ঘটনাটির ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
আজকের বাজার: সালি / ১৮ ডিসেম্বর ২০১৭