আবার ও ফিরছেন পপি

আবারো চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন পপি। ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ নামের নতুন দুটি ছবিতে দেখা যাবে তাকে। এরইমধ্যে ‘যুদ্ধ শিশু’ ছবির মহরত হয়েছে।

মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে জন্ম নেয়া যুদ্ধ শিশুদের নিয়েই ছবির গল্প আবর্তিত হবে। দুটি ছবিই পরিচালনা করবেন শহীদুল হক খান। এর মধ্যে ‘টার্ন’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন পপি।

ছবিতে একই সঙ্গে প্রতিবন্ধী ও বুদ্ধিমত্তা সম্পন্ন তরুণীর চরিত্রে তাকে দেখা যাবে। দু’-তিন সপ্তাহের মধ্যে এর দৃশ্যধারণ শুরু হবে। আর‘যুদ্ধ শিশু’ সিনেমাটির সুইডেনে শুটিং হবে।

এদিকে ‘টার্ন’ ও ‘যুদ্ধ শিশু’ ছাড়াও পপি আশাবাদী তার মুক্তি প্রতীক্ষিত অন্যান্য ছবি নিয়েও। সে তালিকায় আছে ‘শর্ট কাটে বড় লোক’, ‘জীবন যন্ত্রণা’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’সহ আরো কিছু ছবি।

আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮