একটা ঝামেলা পিছু ছাড়িয়ে উঠতে না উঠতেই আর একটা ঝামেলায় জড়িয়ে পরলেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। এবার হিট এন্ড রান কেসে জড়ালেন সালমান। ২০০২ সালের এই কেস নিয়েই এবার শুরু হয়েছে নতুন সমস্যা৷ যার জেরে ফের তাকে যেতে হতে পারে কারাগারে।
অভিযোগ, ২০০২ সালে মদ্যপ অবস্থায় এক ফুটপাথবাসীকে নিজের গাড়ি দিয়ে পিষে মেরেছিলেন বলিউডের এই অভিনেতা। এই নিয়ে বিগত কয়েকবছর ধরেই তাকে আদালতে ছোটাছুটি করতে হচ্ছে৷ এমনকি জেলও খাটতে হয়েছিল৷ সেবারও দিনকয়েক বাদে জামিনে ছাড়া পান সালমান৷ সেই জামিনেই এতদিন ধরে বেশ স্বস্তিতে ছিলেন তিনি৷
সূত্রের খবর, সম্প্রতি মুম্বাই হাইকোর্ট নাকি হিট এন্ড রান কেসে অভিনেতার জামিন খারিজ করেছ৷ ফলে তাকে ফের আসতে হতে পারে আদালতে৷ বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন সালমানের অগনিত ভক্তরা৷ শোনা যাচ্ছে খুব শীঘ্রই মামলাটি নিয়ে শুরু হবে বিচার প্রক্রিয়া৷
আজকের বাজার/ এমএইচ